Home Miscellaneous কপিল মুনির মন্দির খুলতেই বিধি মেনে ভক্তদের ভিড়

কপিল মুনির মন্দির খুলতেই বিধি মেনে ভক্তদের ভিড়

27
0
Kapil Munir Mandir
Kapil Munir Mandir

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কপিল মুনির মন্দির খুলে গেল। সোমবার মন্দিরের মোহন্ত দরজা উন্মুক্ত করলেন। স্থানীয় সূত্রের খবর, ৭৩ দিনের মাথায় এই মন্দির খোলা হল। শঙ্ক ও উলুর ধ্বনি ও ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষের স্তব ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই দ্বার খোলা পর্ব সমাপ্ত হয়েছে। সবটাই নিয়মবিধি মেনেই। স্থানীয় সূত্রে আরও খবর, আশ্রমের সন্ন্যাসী ছাড়াও ভক্তরা কপিল মুনির মূর্তির সামনে মাথা নত করে সাগরদ্বীপ রক্ষার প্রার্থনা জানিয়েছেন। আম্ফান ঝড়ের তাণ্ডবে মন্দিরের কোনও ক্ষতি না হলেও সাগরতট তছনছ হয়েছে। সাগরদ্বীপের মানুষের বিশ্বাস, প্রাকৃতিক বিপর্যয় থেকে কপিল মুনি আমাদের রক্ষা করবেন। ভোর থেকে উৎসুক মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। মন্দিরের গোটা চত্বর স্যানিটাইজ করা হয়েছে। জমায়েত করা যাবে না। তবে বিধি মেনে ১০ জন করে পুজো দিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here