নয়ডায় পরিযায়ী শ্রমিকদের খাবার জোগানে “রোটি ব্যাঙ্ক”
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: “রোটি ব্যাঙ্ক” ৪ হাজার পরিযায়ী শ্রমিকের খিদে মেটাচ্ছে এই বিপর্যস্ত পরিস্থিতিতে। সূত্রের খবর, নয়ডা এক্সটেনশনের আবাসনে বাড়ি বাড়ি গিয়ে রুটি সংগ্রহ করছেন ওঁরা। প্রায় ৫০টি বাড়ি থেকে রুটি সংগ্রহ করে রওনা দিচ্ছেন একটি মিনি ট্রাকে করে। রয়েছে নয়ডা প্রশাসনের বিশেষ অনুমতিপত্র। গন্তব্য নয়ডা সেক্টর-৭৮। মিনি ট্রাক পৌঁছতেই রুটি সংগ্রাহকরা জড়ো করলেন ৩-৪টি বিরাট ঝুঁড়িতে রুটি।
নয়ডার সেক্টর-৭৮’এর বাসিন্দা ও রোটি ব্যাঙ্কের অন্যতম প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ব্রজেশ শর্মা জানালেন, এপ্রিলের গোড়ায় আমরা রোটি ব্যাঙ্ক শুরু করেছিলাম। এখনও পর্যন্ত ১ লক্ষ ১০ হাজার রুটি আমরা সংগ্রহ করতে পেরেছি। প্রতিটি বাড়ি থেকে বিকেল ৫-৫.৩০ টার মধ্যে সর্বাধিক ৪টি করে রুটি আমরা সংগ্রহ করি। রোজ ২ হাজারেরও বেশি রুটি সংগ্রহ করা হয়। কয়েক হাজার পরিযায়ী শ্রমিক করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে লকডাউনে এই রুটিরই অপেক্ষায় থাকেন। এবিষয়ে ব্রজেশবাবু আরও জানিয়েছেন, আমরা নয়ডার বিভিন্ন আবাসনের সেইসব মানুষের প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।