কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির ধাক্কা একপ্রকার সামলে ইউরোপের বাকি দেশগুলি মাঠে নামতে চেষ্টা করছে। ইতালিও লিগ শুরুর কথা পূর্বেই ঘোষণা করেছিল। আগামী ১৩ জুন মাঠে বল নামাবে ইতালি। এরপর তা পিছিয়ে ২০ জুন করা হয়েছে। সূত্রের খবর, চূড়ান্ত সূচি জানিয়ে দিয়েছে সিরি-এ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রথম দিন তোরিনোর মুখোমুখি হবে পারমা ও ভেরোনার প্রতিদ্বন্দ্বিতা করবে ক্যালিয়ারি।
উল্লেখ্য, বর্তমানে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে জুভেন্তাস। আগামী ২২ জুন অ্যাওয়ে ম্যাচ দিয়ে আবারও নিজেদের লিগ অভিযান শুরু করবেন রোনাল্ডোরা। তাঁদের প্রতিপক্ষ বোলোনা। আপাতত দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচগুলি হবে। ইতালির মতো পর্তুগালের লিগও শুরু হবে। শীর্ষে থাকা পোর্তো খেলবে ফামালিকাওয়ের বিরুদ্ধে। পর্তুগালেও মরসুমের বাকি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।