কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার করোনার আবহে সঙ্কটে পড়া শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এলেন ভারতীয় পেসার মহম্মদ সামি। সূত্রের খবর, বিসিসিআই এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, ন্যাশনাল হাইওয়েতে দাঁড়িয়ে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের খাবার ও মাস্ক বিতরণ করছেন এই ক্রিকেটার।
সূত্রের আরও খবর, উত্তরপ্রদেশে নিজের এলাকা সাহসপুরের কাছেও একটি খাদ্য বিতরণ কেন্দ্র খুলেছেন তিনি। বিসিসিআই ট্যুইট করে লিখেছে, গোটা দেশ করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। ভয়াবহ এই সঙ্কটের কথা মাথায় রেখে পরিযায়ী শ্রমিকদের খাবার ও মাস্ক বিতরণ করছেন মহম্মদ সামি। এই মহৎ কাজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডও সামিকে ধন্যবাদ জানিয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে খুশি সামিও। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, কঠিন সময়ে সমস্ত মানুষের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। শ্রমিকরা অসহায় অবস্থায় রয়েছেন। আমি যথাসম্ভব তাঁদের পাশে থাকার চেষ্টা করছি।