কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গত পুরভোটের আগে নাগেরবাজারে বাসস্ট্যান্ডটির সংস্কার করা নিয়ে চর্চা শুরু হয়। দীর্ঘ সময়ের পর সেই কাজে গতি পেতে চলেছে। সূত্রের খবর, আধুনিক মডেলের বাসস্ট্যান্ড করার প্রক্রিয়াও অবশেষে শুরু হতে চলেছে। ৬ তলা বিল্ডিং তৈরির ভাবনা রয়েছে দক্ষিণ দমদম পুরসভার। জানা গিয়েছে, রূপরেখা তৈরি হয়েছে, তাতে একেবারে বেসমেন্টে চার্জ দিয়ে গাড়ি পার্কিং করা হবে। নিচের তলায় থাকবে অটো পার্কিং। এছাড়া বিভিন্ন তলা ব্যাঙ্ক, শপিং মল ও অন্যান্য দোকানকে ভাড়া দেওয়া হবে। এর থেকে পুরসভার আয়ও বাড়বে। যতদিন বাসস্ট্যান্ডের পুরোপুরি সংস্কারের কাজ শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত গাড়ি রাখার জন্য বিকল্প জায়গার কথা ভাবতে শুরু করেছে পুরসভা। এর জন্য প্রায় ১৪ কোটি টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে।