কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফান্ড সংস্থাগুলির পাশ দাঁড়াল রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রের খবর, নগদের সমস্যার কারণে ফ্রাঙ্কলিন টেম্পলটন তাদের ৬টি ডেট (ঋণপত্র নির্ভর) ফান্ড বন্ধন করায় আতঙ্ক ছড়ায় লগ্নিকারীদের মধ্যে। আবার এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ না করলে দেশের মিউচুয়াল ফান্ড শিল্প ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে ওপর আস্থা কমবে বলে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম অসন্তোষ প্রকাশ করেছিলেন।
এরপর ফান্ড সংস্থাগুলিকে নগদের সমস্যা মেটাতে ৫০ হাজার কোটি টাকা প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের ব্যাঙ্কগুলি ৯০ দিনের জন্য রেপো রেটে (৪.৪%) ঋণ পাবে। এক্ষেত্রে বলা হয়েছে, সেই টাকা তারা হয় ফান্ড সংস্থাগুলিকে ধার হিসেবে দিতে পারবে। আবার চাইলে ওইসব সংস্থার হাতে থাকা বন্ড ও জমার সার্টিফিকেট ইত্যাদি কিনে নিতে পারবে।
এই খাতে ব্যাঙ্কের লগ্নিকে ঝুঁকিপূর্ণ লগ্নি হিসেবে ধরা হবে না বলেও জানাল রিজার্ভ ব্যাঙ্ক। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পি চিদাম্বরমও।