Home Miscellaneous ২৭ মে থেকে পুরোদমে কাজ শুরু রেজিস্ট্রি অফিসে

২৭ মে থেকে পুরোদমে কাজ শুরু রেজিস্ট্রি অফিসে

27
0
Government Office
Government Office

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা মোকাবিলায় লকডাউন পর্ব। এর সঙ্গে জুড়ে গিয়েছে “আম্ফান” বিপর্যয়। বর্তমান পরিস্থিতিতে প্রবল আর্থিক চাপের মুখে রাজ্য। সূত্রের খবর, রাজ্যের আয় বাড়াতে এবার আগামী ২৭ মে থেকে পুরোদমে কাজ শুরু হচ্ছে সব রেজিস্ট্রি অফিসে। জমি-বাড়ির রেজিস্ট্রি বা সার্চিংয়ের কাজ চলবে। এক্ষেত্রে মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। এক্ষেত্রে সব আধিকারিককে কাজে যোগ দিতে বলা হয়েছে। “অর্থনৈতিক জরুরি” পরিস্থিতিতে এছাড়া অন্য উপায় নেই বলে একটা অংশের অভিমত। সূত্রের আরও খবর, অর্থ দপ্তর থেকে আয় বাড়ানোর এই নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রি অফিসের কর্তাব্যক্তিদের। ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন-সহ বিভাগীয় শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য। এক্ষেত্রে বলা হয়েছে, যে সব অফিসাররা কনটেনমেন্ট জোনে আটকে রয়েছেন, তাঁরা কনটেনমেন্ট শিথিল হলে কর্মস্থলে যোগ দেবেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন অফিসারদের নিজ-নিজ কর্মস্থলে পৌঁছে দিতে গাড়ির বন্দোবস্ত করতে হবে। আবার যাঁরা নিয়মিত বাড়ি থেকে যাতায়াত করেন, কাজে গতি আনতে সেই সব অফিসারদের কাছে সাময়িক বাসস্থানের কথা ভাবতে বলা হয়েছে। এক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব বুঝে আয় বাড়ানোর উপর নজর দিতে হবে বিভাগীয় আধিকারিকদের। লকডাউন পর্বে রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী “ই-ডিড রেজিস্ট্রেশন”-এ অগ্রাধিকার দিতে হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here