Home Miscellaneous জমা জলে ডেঙ্গুর মশা জন্মানোর আশঙ্কায় কলকাতা পুরসভা

জমা জলে ডেঙ্গুর মশা জন্মানোর আশঙ্কায় কলকাতা পুরসভা

113
0
dengue
dengue

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান প্রভাবে প্রায় ২৩০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হয়েছে কলকাতা শহরে। শহর ও শহরতলীর বহু গাছ ভেঙে পড়েছে। আবার বেশ কিছু জলাশয়ে আবর্জনা ভরে গিয়েছে। কোথাও কোথাও আবার জলাশয়গুলিতে থার্মোকল ও প্লাস্টিকের আবর্জনায় ভর্তি। এই জমে থাকা জলই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা পুর-প্রশাসনও তৎপর বিষয়টি নিয়ে। জমে থাকা জলে ডেঙ্গুর মশার দাপট বাড়বে বলে আশঙ্কাও করা হচ্ছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ছোট পরিসরে জন্ম নেয় ডেঙ্গুর এডিস ইজিপ্টাই মশা। আবার বড় পরিসরে জল জমলে সেখানে জন্ম নেয় ম্যালেরিয়ার জীবাণুবাহী অ্যানাফেলিস। এক্ষেত্রে কলকাতা পুরসভার বিশেষজ্ঞদের ধারণা, বৃষ্টির জমা জল ৭ দিনের মধ্যে পরিষ্কার করতে না পারলে ওই জলেই মশা জন্মে পরিস্থিতি ভয়ঙ্কর করে তুলতে পারে। করোনার আবহে ডেঙ্গু নিয়ে সচেতনতার ওপর বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যেই এলাকা এলাকায় নজর রাখতে শুরু করেছে বলে পুরসভা সূত্রে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here