কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সীমান্ত সুরক্ষায় চালু হল হেল্পলাইন নম্বর। সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা যে-কোনও সমস্যায় বিএসএফ জওয়ানদের পাশে পেয়ে থাকেন। অনেক প্রতিকূলতা পেরিয়ে তাঁদের কাছে পৌঁছতে হয়। তাই এবার নতুন হেল্পলাইন নম্বর চালু করা হল। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, এই “সীমাসাথী হেল্পলাইন” নম্বরটি হল “১৪৪১৯”। যা চালু থাকবে সপ্তাহে ৭ দিন ও ২৪ ঘন্টা। বিএসএফ সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯১৩.৩২ কিমি রয়েছে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে। শুধু সমস্যায় পড়লেই নয়, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান, নারী-পাচার বা অন্যান্য অসামাজিক কাজকর্ম দেখলেই এই নম্বরে গ্রামবাসীরা জানাতে পারবেন।