Home Miscellaneous “ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” প্রকল্পে বাংলাকে যুক্ত করতে উদ্যোগী দিল্লি

“ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” প্রকল্পে বাংলাকে যুক্ত করতে উদ্যোগী দিল্লি

35
0
Rambilas Paswan
Rambilas Paswan

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : “ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” প্রকল্পে তৎপরতা কেন্দ্রের। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যকে এই প্রকল্পে দ্রুত যুক্ত হওয়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টনমন্ত্রী রামবিলাস পাসোয়ান। সূত্রের খবর, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (এনএফএসএ) অধীনে রেশন কার্ডধারীদের দেশের যে-কোনও প্রান্তে চাল, গম-সহ জোয়ার, বাজরার মতো দানাশস্য তুলে দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্প।

এক্ষেত্রে আধার সংযোগ আবশ্যিক করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউন পর্বে গোটা দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়াই কেন্দ্রের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে প্রকল্পটি কার্যকর হয়ে থাকলে সমস্যা হতো না বলেই মনে করছে কেন্দ্রীয় মন্ত্রক। এই ব্যাপারে এবার তৎপর হলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টনমন্ত্রী। উল্লেখ্য, ১৭টি রাজ্য “ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” প্রকল্পে ইতিপূর্বে সংযুক্ত। কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত হল ওড়িশা, সিকিম ও মিজোরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here