Kidambi SrikanthMiscellaneous 

শ্রীকান্তের নামে খেলরত্ন পুরস্কারের সুপারিশ ব্যাডমিন্টন সংস্থার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : খেলরত্ন পুরস্কারের জন্য শ্রীকান্তের নাম সুপারিশ। সূত্রের খবর, রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য কিদাম্বি শ্রীকান্তের নাম কেন্দ্রের কাছে সুপারিশ করেছে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা (বাই)। উল্লেখ্য, অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম সুপারিশ না করায় এর আগে ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এইচএস প্রণয়। এরফলে তাঁকে শো-কজ করেছে ব্যাডমিন্টন। সূত্রের আরও খবর, গত ফেব্রুয়ারিতে ম্যানিলায় ভারতের হয়ে এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলেননি শ্রীকান্ত ও প্রণয়। তাঁরা বার্সেলোনার একটি ইভেন্টে খেলতে চলে যান। এশিয়ান ব্যাডমিন্টনের সেমি-ফাইনালে পরাজিত হয় ভারত। এই শৃঙ্খলাভঙ্গের কারণে প্রথমে শ্রীকান্ত ও প্রণয়কে যথাক্রমে খেলরত্ন ও অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেনি ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা। পরে শ্রীকান্ত ক্ষমা চাওয়ায় তাঁর প্রতি নরম হয়েছে ব্যাডমিন্টন সংস্থা। প্রণয়ের আচরণে তাঁকে শো-কজের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment