Raja Rammohan RoyMiscellaneous 

রামমোহন রায়ের ২৪৮-তম জন্মবর্ষে শ্রদ্ধার্ঘ্য

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজ যুগপুরুষ রাজা রামমোহন রায়ের জন্ম। ১৭৭২ সালের ২২ মে তাঁর জন্ম হয়। হুগলি জেলায় এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মেছিলেন। সমাজ সংস্কারক হিসেবে রামমোহনের উল্লেখযোগ্য অবদান রয়েছে। রবীন্দ্রনাথ বলেছিলেন- বাংলার সামাজিক, ধর্মীয় সংস্কারে চৈতন্যদেবের চেয়েও রামমোহনের অবদান বেশি বেশি…। আজ ২৪৮-তম জন্মবর্ষে নবজাগরণের পুরুষকে যথার্থ মর্যাদা দিতে পারছি কিনা, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। উল্লেখ্য, রামমোহন জন্মগ্রহণ করেছিলেন এক অন্ধকারময় যুগে। সে সময় কু-সংস্কার ও কু-শিক্ষা আচ্ছন্ন করে রেখেছিল সমাজ জীবনকে। তাঁর নিজ প্রচেষ্টায় তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন। আবার অ্যারিস্টটলের এথিক্স, মেটাফিজিক্স-এ পাঠ নিয়ে আধুনিক দৃষ্টি প্রসারিত করেছিলেন তিনি। ১৮১৪ সালে কলকাতায় এসে থাকতে শুরু করেছিলেন রামমোহন। নিজের ধর্মীয় মতবাদ হিন্দুদের প্রচলিত সামাজিক রীতি ও বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের ধর্ম প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। প্রাথমিকভাবে গোড়া হিন্দুরা তাঁকে বিধর্মী আখ্যা দিলেও তিনি অবিচল ছিলেন। “সতীদাহ প্রথার উচ্ছেদ”-এর মতো যুগান্তকারী কাজ করেছিলেন এই বাঙালি দার্শনিক। নারী জাতিকে শৃঙ্খলা মুক্ত করার কারিগর তিনিই। ইংল্যান্ডে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর। নবজাগরণের পথিকৃৎ ও ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠাতা রামমোহন রায়কে তাঁর জন্ম দিবসে জানাই শ্রদ্ধার্ঘ্য।

Related posts

Leave a Comment