কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফানের তাণ্ডবে মালদা ও দেগঙ্গায় ব্যাপক ক্ষতি হল আমের। রাজ্যের দুই প্রান্তে আমের ব্যাপক ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীদের মাথায় হাত।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদায় ২৫ হাজার মেট্রিক টন আম নষ্ট হয়েছে আম্ফান দাপটে। ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করা যাচ্ছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ২৫ কোটি টাকা। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পাশাপাশি আম্ফান তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। জানা গিয়েছে ,দেগঙ্গার চৌরাশী, শিমুলিয়া আমুলিয়া হাদিপুর, নুরনগর চাঁপাতলা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার বিঘা জুড়ে আমের গাছ ভেঙে গিয়েছে। দুই জেলায় আমচাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। ফলন্ত আমগাছগুলি গোড়া থেকে উপড়ে পড়েছে। কোথাও রাস্তার ধারে,আবার কোথাও বাড়ির উপরে। দেগঙ্গার স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে, গোটা দেগঙ্গা ব্লকে প্রায় ৫০ হাজার কুইন্টাল আম নষ্ট হয়েছে। সব মিলিয়ে মালদা ও দেগঙ্গার আমচাষীরা বিপুল ক্ষতির মুখোমুখি। এমত পরিস্থিতিতে আমচাষি ও ব্যাবসায়ীরা সরকারি সাহায্যপ্রার্থী, তা না হলে বিপর্যয় নেমে আসবে তাঁদের।