কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কেটে গেল ২ মাস। করোনা বিপর্যস্ত পরিস্থিতিতে মূলত ব্যবসা মন্দায়। করোনা আবহ কাটলে ফিরবেন পর্যটকরা। এমনই আশায় বুক বেঁধেছিলেন ওঁরা। কিন্তু এবার মরার ওপর খাঁড়ার ঘা। ঘূর্ণিঝড় আম্ফান সব হিসেব বদলে এলোমেলো করে দিল। সূত্রের খবর, এই বিপর্যয়ে কার্যত কপালে চিন্তার ভাঁজ দিঘার ব্যবসায়ীদের। একদিকে লকডাউন, অন্যদিকে আম্ফানের তান্ডব।
এই পরিস্থিতিতে দিঘার সমুদ্র সৈকত খাঁ-খাঁ করছে। শহরের চারদিকে আম্ফান দাপটে ওলোট -পালট করে দিয়েছে। একপ্রকার মাথায় হাত দিঘার হোটেল ব্যবসায়ীদের। উল্লেখ্য, এই মুহূর্তে দিঘায় হোটেলের সংখ্যা ৬১১টি। সিজন থাকাকালীন এইসব হোটেলে দিনে প্রায় ৭০ হাজার পর্যটক থাকেন। হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা মিলিয়ে ১ কোটি টাকারও বেশি ব্যবসা হয় দিঘার সমুদ্র সৈকত ঘিরে। এখন সবমিলিয়ে মাছি তাড়ানোর অবস্থা।