কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাঙালির মন ও মননে আজও রবীন্দ্রনাথ। প্রতিবছর ২৫ বৈশাখ তাঁকে ঘিরে চলে নানা অনুষ্ঠান। এবার পরিস্থিতি ভিন্ন। সেই উৎসবে ভাঁটা। করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে রবীন্দ্রজয়ন্তী নিয়ে নানা জল্পনা। এবার ভরসা অনলাইন। নানা চ্যানেল, বিভিন্ন শিল্পীরা ফেসবুক লাইভ করেছেন। এবার সুযোগ এল সাধারণ মানুষের সামনে।
সল্টলেকের একটি এনজিও “প্রয়াসম” ভার্চুয়াল রবীন্দ্র উৎসবের কথা জানিয়েছিল। তাঁদের বক্তব্য ছিল– মনের তাগিদে যোগ দেওয়াটাই আসল, যোগ্যতার মাপকাঠি খোঁজা নয়। এরপর বহু মানুষ এগিয়ে আসেন। প্রত্যেকেই তাঁর গান, আবৃতি, যন্ত্রসঙ্গীত রেকর্ড করে পাঠিয়ে দিতে শুরু করেন। দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্ত, এমনকী বিদেশ থেকেও এগিয়ে এসেছেন অনেকেই। সেইসব ভিডিওগুলোকে একত্রিত করে একাধিক ভিডিও বানানো হয়েছে। যার পোশাকি নাম “শান্তি-নিকেতন”।
সূত্রের খবর, ৪ তারিখ থেকে ফেসবুকে পোস্ট করা হচ্ছে ভিডিও। ৮ তারিখ পর্যন্ত পরবর্তী পর্যায়ে আর ভিডিও রিলিজ করা হবে। রিলিজের পর ভিউ ও লাইক বেড়েছে। লকডাউন পরিস্থিতিতে রবীন্দ্রচর্চায় বিশেষ সুযোগ করে দিচ্ছে “শান্তি-নিকেতন”।