কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পর্বে রেলের যাত্রী ভাড়ায় আয় কমেছে প্রায় ৫৮ শতাংশ। এই পরিস্থিতি সামাল দিতে এবার খরচ কমানোর পথে হাঁটতে চলেছে রেলমন্ত্রক। এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে রেল বোর্ড। তাতে ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে ৪৪টি নতুন নিয়ম জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আর্থিকভাবে লাভজনক নয়, এমন ব্রাঞ্চ লাইনের পর্যালোচনা করতে হবে। প্রয়োজন হয়, তাহলে আর্থিকভাবে অলাভজনক ব্রাঞ্চ লাইন বন্ধ করে দিতে হবে। নতুন আসবাব, গাড়ি, কম্পিউটার ও প্রিন্টারের মতো সামগ্রী কেনা যাবে না। পাশাপাশি বিভিন্ন উদ্বোধনী ও অন্যান্য অনুষ্ঠান সেরে নিতে হবে অনলাইনে। আধিকারিকদের কমাতে হবে গাড়ির ব্যবহারও। সংশ্লিষ্ট নির্দেশিকায় আউটসোর্সিংয়ের উপরও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আবার বিশেষ করে হাউসকিপিং, লিনেন ম্যানেজমেন্ট, স্টেশন পরিচ্ছন্ন রাখা, লিফট ও এসক্যালেটর ম্যানিং, স্টেশনে ঘোষণার মতো একাধিক কাজে আউটসোর্সিং কমাতে বলা হয়েছে।