কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে পুরীর রথয়াত্রায় এবার জন সমাগমে নিষেধাজ্ঞা। সূত্রের খবর, পুরীর জগন্নাথদেবের রথ টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। পুরীর রথ এবার হাতি দিয়ে টানানোর প্রস্তাব দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রাচীন রীতি অনুযায়ী ৩টি হাতি দিয়ে টানানোর এই প্রস্তাব দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। উল্লেখ্য, রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন। উল্টোরথ ১ জুলাই। রথ তৈরির কাজ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে।
তবে হাতি দিয়ে এই রথ টানার এই প্রস্তাব বিবেচনা করে দেখছে প্রশাসন। সূত্রের আরও খবর, পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু করে দিয়েছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। করোনার কারণে এবার রথযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। মন্দিরের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য তথা সেবাইত মাধব পূজাপাণ্ডা জানান, রথযাত্রার প্রস্তুতি নিয়ে বিস্তারিত বৈঠক হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বিগ্রহের পুজো ও অন্যান্য রীতি সেরে ফেলার বিষয়ে কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয়েছে। রথ টানার সময় সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।