Home Miscellaneous অতীতে পুরীর রথযাত্রা বন্ধের একনজর

অতীতে পুরীর রথযাত্রা বন্ধের একনজর

45
0
Rath Jatra
Rath Jatra

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে শীর্ষ আদালতের নির্দেশে বন্ধ পুরীর রথযাত্রা। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ২৮৪ বছরের মধ্যে এই প্রথমবার বন্ধ থাকবে পুরীর রথযাত্রার আয়োজন। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, পুরীর রথযাত্রা শুরু হয় দ্বাদশ শতাব্দী থেকে। ১৫৬৮ থেকে ১৫৭৭-এর মধ্যে বাংলার সুলতান সুলেমান কিররানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে একটানা ৯ বছর বন্ধ হয়েছিল রথযাত্রার পর্ব। এই সময়ই রথযাত্রা বন্ধের প্রথম ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ১৬০১, ১৬০৭, ১৬১১, ১৬১৭, ১৬২১, ১৬২২, ১৬৯২ ও ১৭৩১ সালে বন্ধ হয় রথযাত্রা। এরপরও ১৭৩৩ সাল থেকে ১৭৩৫ সালেও সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণেও রথযাত্রা বন্ধ হয়ে গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here