কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বর্ষা আসতেই বাজারে ইলিশের দেখা মিলছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, ইলশেগুড়ি বৃষ্টিতেই ইলিশের সন্ধান পাওয়া যায়। ঝিরঝিরে বৃষ্টিই ইলিশ জালে ওঠে। বর্ষার হাত ধরেই মূলত রুপোলি ফসলের দেখা মেলে। এই সময় দাম ব্যাপক চড়া। সূত্রের খবর, বাজারে ছোট ইলিশ প্রতি কেজি ৭০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে। আবার বড় ইলিশের দাম ১২০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে। কলকাতার বাজারের খুচরো ব্যবসায়ীরা জানিয়েছেন, সবে ইলিশ উঠতে শুরু করেছে। এখনও পর্যাপ্ত পরিমাণে ইলিশ বাজারে পৌঁছায়নি। জোগান বাড়লেই অনেকটাই দাম কমে যাবে।