Home Miscellaneous ১৯ জুন বিশ্বজুড়ে পালিত হয় ‘সিকেল সেল’ দিবস

১৯ জুন বিশ্বজুড়ে পালিত হয় ‘সিকেল সেল’ দিবস

6
0
Sickle cell
Sickle cell

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ‘সিকেল সেল’ একটি রক্তাল্পতাজনিত জিনগত রোগ।বংশ পরম্পরায় এই রোগ হয়ে আসছে।এই রোগের সচেতনতার লক্ষ্যে ১৯ জুন বিশ্ব ‘সিকেল সেল’ দিবস পালন করা হয়।বহু মানুষ মারা যান এই রোগে।একটু সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন ,যদি দেখা যায় মা অথবা বাবা এই রোগের জিন বহন করছে তবে তাদের সন্তানের এই রোগ হবে না।তবে সন্তান জিনটির বাহক হয়ে থাকবে।আবার বাবা ও মা উভয়েই যদি এই জিনের বাহক হন তবে তাঁদের সন্তানের এই রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই এই দিনে সবাইকে এ বিষয়ে রক্ত পরীক্ষা করার জন্য উৎসাহিত করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here