কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী বয়বন্দনা যোজনা ফের চালু। সূত্রের খবর, এই যোজনার সুবিধা নেওয়া যাবে শুধুমাত্র ভারতীয় জীবনবিমা নিগমের মাধ্যমে। জানা গিয়েছে, ৬০ বছর বা তার বেশি বয়সীরা এই পেনশন স্কিমের সদস্য হতে পারবেন। এক্ষেত্রে সরকার এতে ভর্তুকি দেবে। আগামী ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত চালু থাকবে “মডিফায়েড-২০২০” স্কিমটি।
আরও জানা গিয়েছে, ১০ বছর ধরে চালানো যাবে এই প্রকল্প। যেখানে বার্ষিক ৭.৪ শতাংশ সুদের হারে প্রতি মাসে টাকা পাবেন গ্রাহক। এক্ষেত্রে সুদের হার দাঁড়াবে ৭.৬৬ শতাংশ। টাকা তোলা যেতে পারে ৩ মাস, ৬ মাস বা প্রতিবছর। চলতি আর্থিক বছরের মধ্যে যাঁরা এই যোজনায় অংশ নেবেন, তাঁদের জন্য এই সুদের হার লাগু হবে। আগামী দুটি অর্থবর্ষে সুদের হার কী হবে, তা ঠিক করবে কেন্দ্রীয় সরকার। সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে এই প্রকল্পে। আবার প্রতিমাসে পেনশন তুললে, সর্বাধিক ৯২৫০ টাকা পাওয়া যাবে। একথা জানিয়েছে এলআইসি।