Home Miscellaneous চেন্নাইয়ে করোনা মোকাবিলায় রাস্তায় ফুটবলার ইন্দুমতী

চেন্নাইয়ে করোনা মোকাবিলায় রাস্তায় ফুটবলার ইন্দুমতী

41
0
indumoti
indumoti

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা যুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মোকাবিলা করছেন ভারতীয় মহিলা ফুটবলার ইন্দুমতী কাথিরেশন। চেন্নাইয়ে আন্নানগরে পুলিশের সাব -ইন্সপেক্টর পদে কাজ করেন তিনি। উল্লেখ্য ,মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। যুগ্ম সর্বোচ্চ গোলদাতাও হন। ভারতীয় মহিলা ফুটবল দলের এই খেলোয়াড় জানিয়েছেন ,দুটো কাজই তো দেশের জন্য। ফুটবল মাঠে দেশকে জেতাতে নামি। আর এখানে সরকারি নিয়ম মেনে মানুষ যাতে চলেন ,করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতেন ,সেই কাজে সাহায্য করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here