কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সাংবাদিকদের অধিকারে হস্তক্ষেপ। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকতার অধিকার খর্ব করছে বলে অভিযোগ। পাশাপাশি সাংবাদিকদের উপরে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠল। প্রেস ক্লাব অব ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, বিজেপি শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপের একাধিক অভিযোগ এসেছে। বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জে পি নড্ডার হস্তক্ষেপ দাবিও করা হয়েছে।