কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আনলক- ১ পর্ব শুরু হতেই ধাপে ধাপে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ। বাংলাতেও তৎপরতা শুরু। সূত্রের খবর , মানুষের সমস্যা কাটাতেই এবার হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন চালু করার তৎপরতা শুরু।এক্ষেত্রে লোকাল ট্রেনে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের ওঠানো হবে বলে রেল-সূত্রে জানানো হয়েছে।পঞ্চম পর্যায়ের লকডাউন চললেও আনলক- ১ পর্বে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।সূত্রের আরও খবর ,জেলাগুলি থেকে কলকাতায় চাকরি বা অন্য কাজে আসতে ট্রেন বন্ধ থাকায় নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ ।সেই সমস্যা মেটাতে এবার তৎপরতা শুরু করল রেল। হাওড়া ও শিয়ালদহ পূর্ব রেল সূত্রের খবর , লোকাল ট্রেন চললেও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। স্টেশনে ঢোকার আগে মাপা হবে যাত্রীর শরীরের তাপমাত্রা।আবার টিকিট কাউন্টারেও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। তবে কীভাবে এই পরিস্থিতি সামলানো যাবে তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে ।কেন্দ্রীয় সরকারের নির্দেশ পেলেই লোকাল ট্রেন চালানো হবে ,এমনটাই জানিয়েছে পূর্ব রেল। করোনা আবহে কীভাবে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেনে যাত্রী পরিবহণ চলবে সে প্রসঙ্গে আলোচনা শুরু করেছেন রেলের কর্তা -ব্যক্তিরা ।