Home Miscellaneous লোকসংস্কৃতির স্বার্থে গ্লোবাল ওয়েবিনার

লোকসংস্কৃতির স্বার্থে গ্লোবাল ওয়েবিনার

8
0
handicraft
handicraft

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বে সংকটে হস্তশিল্প ও লোকশিল্পীরা। অনলাইন ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, বিশ্বের লৌকিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার উদ্দেশে বিশ্বের সাংস্কৃতিক বিশেষজ্ঞ ও পেশাদাররা এই অবস্থায় এই ওয়েবিনার মিলিত হয়ে জোরালো সওয়াল করলেন।

বাংলা নাটক ডট কমের কর্ণধার অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছে রাজ্যের বাউল-ফকির, ছৌ সহ শিল্পীদের প্রায় ৫০ শতাংশ অনুষ্ঠান। ছৌ ও মুখোশ শিল্পীদের প্রায় ৩০ শতাংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইউনেস্কোর অধিকর্তা এরিক ফল্ট এই ওয়েবিনারে জানিয়েছে, সারা পৃথিবীতেই শিল্পীরা কোনও মতে আংশিক কাজ করে টিকে রয়েছেন। অনেকে কাজও পাচ্ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here