কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বে সংকটে হস্তশিল্প ও লোকশিল্পীরা। অনলাইন ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, বিশ্বের লৌকিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার উদ্দেশে বিশ্বের সাংস্কৃতিক বিশেষজ্ঞ ও পেশাদাররা এই অবস্থায় এই ওয়েবিনার মিলিত হয়ে জোরালো সওয়াল করলেন।
বাংলা নাটক ডট কমের কর্ণধার অমিতাভ ভট্টাচার্য জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছে রাজ্যের বাউল-ফকির, ছৌ সহ শিল্পীদের প্রায় ৫০ শতাংশ অনুষ্ঠান। ছৌ ও মুখোশ শিল্পীদের প্রায় ৩০ শতাংশ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইউনেস্কোর অধিকর্তা এরিক ফল্ট এই ওয়েবিনারে জানিয়েছে, সারা পৃথিবীতেই শিল্পীরা কোনও মতে আংশিক কাজ করে টিকে রয়েছেন। অনেকে কাজও পাচ্ছেন না।