santiniketan and pausmelaMiscellaneous Trending News 

পৌষ মেলাহীন শান্তিনিকেতন – প্রথা মেনেপালিত হচ্ছে পৌষ উৎসব

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এই প্রথম পৌষ মেলাহীন শান্তিনিকেতন। তবে প্রথা মেনেপালিত হচ্ছে পৌষ উৎসব। স্থানীয় সূত্রের
খবর, এই মেলা না হওয়ায় ক্ষতির মুখোমুখি হতে চলেছে বোলপুরের অর্থনৈতিক অবস্থা। স্থানীয় সূত্রের আরও খবর, সকালে বিশ্বভারতী ছাতিমতলা বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীত গানের মধ্যে দিয়ে শুরু হয় পৌষ উৎসব। বিশ্বভারতীর পক্ষ থেকে জানা গিয়েছে, করোনা আবহে এবছর পৌষ মেলা করতে পারবেন না। স্বাধীন ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম ঘটলো। বিশ্বভারতী করতে পারছে না পৌষ মেলা। উল্লেখ্য,এর আগে দু’বার পৌষ মেলা বন্ধ হয়ে যায়। মন্বন্তরের সময় এবং দেশভাগের সময় এই মেলা বন্ধ হয় । রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বছরেও বন্ধ হয়নি মেলা। তবে তা ছিল প্রাণহীন ৷ এই নিয়ে ৩ বার হল না শান্তিনিকেতনের পৌষ মেলা।

বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রের খবর,পৌষ মেলা বন্ধ হলেও হবে পৌষ উৎসব। যা ৬ পৌষ থেকে শুরু হয় ৷ সন্ধ্যায় বৈতালিকের মাধ্যমে শুরু হবে পৌষ উৎসব ৷ ৭ পৌষ শান্তিনিকেতনে ছাতিমতলা উপাসনা, ৮ পৌষ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ও ৯ পৌষ সন্ধ্যায় বিশ্বভারতীর উপাসনা মন্দিরে খ্রীষ্ট উৎসব পালিত হবে। এ ভাবেই এ বছরের মতো শেষ হবে পৌষ উৎসব।

Related posts

Leave a Comment