hajMiscellaneous 

স্থগিত হজ্ যাত্রা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ চলতি বছরের হজ্ যাত্রা সম্ভবত বাতিল হতে চলেছে।রাজ্য হজ কমিটির আধিকারিক মোহাম্মদ নকি জানিয়েছেন, এখনো পর্যন্ত হজ্ নিয়ে সৌদি আরবের কাছ থেকে কোনও তথ্য না-আসায়, এবার যাত্রা সম্ভব হচ্ছে না বলে মনে করা হচ্ছে।এপর্যন্ত হজ করতে যাওয়ার জন্য যাঁরা ফি দিয়েছিলেন তাঁরা তা ফেরৎ নিতে পারবেন বা আগামী বছরের জন্য জামাও রাখতে পারবেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment