Home Miscellaneous ডাক বিভাগের কাউন্টার থেকেই সামগ্রী সংগ্রহের আবেদন

ডাক বিভাগের কাউন্টার থেকেই সামগ্রী সংগ্রহের আবেদন

27
0
Post Office-2
Post Office-2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার পোস্ট অফিসের কাউন্টার থেকেই সামগ্রী সংগ্রহের আবেদন ডাক বিভাগের। সূত্রের খবর, পোস্টে আসা পার্সেল, চিঠি বা অন্যান্য ডাকসামগ্রী এবার পোস্ট অফিসের কাউন্টার থেকেই সাধারণ মানুষকে সংগ্রহ করার আবেদন জানাল ডাক বিভাগ। আবার ইন্ডিয়া পোস্টের পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার পোস্ট অফিসগুলিতে কর্মীর সংখ্যা এখন অনেকটাই কম। অন্যদিকে আনলক-১ পর্বে অনেকে কাজে যোগ দিতে পারছেন না। এক্ষেত্রে যাঁরা আসছেন, তাঁরা যুক্ত থাকছেন অত্যাবশ্যকীয় পণ্য, চিকিৎসা সরঞ্জাম পাঠানো এবং আর্থিক লেনদেনের কাজে। ডাক বিভাগ সূত্রে জানানো হয়েছে, যাঁদের পার্সেল বা চিঠি এসেছে বা আসতে পারে বলে জানতে পারছেন, তাঁরা যেন সংশ্লিষ্ট পোস্ট অফিসে গিয়ে তা সংগ্রহ করেন। কর্মীদের উপস্থিতি বাড়লে আবারও বাড়িতে ডাকসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here