Home Miscellaneous দেশের ১১৬ জেলায় গরিব কল্যাণ রোজগার অভিযান

দেশের ১১৬ জেলায় গরিব কল্যাণ রোজগার অভিযান

26
0
norendra modiji
norendra modiji

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দেশের ১১৬টি জেলায় গরিব কল্যাণ রোজগার অভিযান চলবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন ,দেশের ৬ রাজ্যের ১১৬টি জেলায় চালানো হবে গরিব কল্যাণ রোজগার অভিযান। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর বলেন , “লকডাউন ঘোষণার সময় গ্রামাঞ্চল এবং পরিযায়ী শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ ছিল। তাঁর নেতৃত্ব ও দূরদৃষ্টি আমাদের সঙ্গে আছে। ” আবার “শ্রমিকরা সাহায্যে নয়, শ্রমের জোরে জীবনধারণ করেন” জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত ,পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানে ৫০ হাজার কোটির নতুন প্রকল্পের উদ্বোধন মোদির। কেন্দ্রের গরিব কল্যাণ যোজনা অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এ বিষয়ে তিনি জানিয়েছেন , এই প্রকল্পের ফলে কর্মসংস্থান বাড়বে। ৬ রাজ্যের ১১৬টি জায়গায় চলবে এই প্রকল্প। যাঁদের জীবনধারণের জন্য কাজ দরকার, তাঁরা দ্রুত কাজ পাবেন। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here