কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন পর্বে চাঁদ স্পর্শ করার নিরলস গবেষণা যাদবপুরের অধ্যাপকদের। করোনা, লকডাউন ও চিনের সঙ্গে যুদ্ধের পরিবেশের মধ্যেই চন্দ্রাভিযানের গবেষণা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, কীভাবে মহাকাশযানের মসৃণ অবতরণ সম্ভব হবে, তারই নিরলস পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে খবর। উল্লেখ্য, চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ডারের করুণ পরিণতির কথা গোটা বিশ্ব জেনে গিয়েছে।
এবার অতি সাবধানী পা ফেলতে উদ্যোগী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সূত্রের আরও খবর, রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের উপর এই গুরুত্বপূর্ণ ভার দেওয়ায় এটা স্পষ্ট হয়েছে, এখানকার গবেষণার উৎকর্ষে পূর্ণ বিশ্বাস অটুট রয়েছে। এ প্রসঙ্গে প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ গুপ্ত জানিয়েছেন, এর জন্য একটি পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। ফেদার টাচ ল্যান্ডিং-এর জন্য অনুকরণ করা হচ্ছে চিলের শিকার ধরার পদ্ধতিকে। এ বিষয়ে তাঁর আরও ব্ক্তব্য, চিল যেভাবে ঘুরতে ঘুরতে নেমে আসে, সেখানেই নামবে এই যান। নামার সময় চন্দ্রপৃষ্ঠের ছবি তুলতে থাকবে, যার ফলে বোঝা যাবে অবতরণস্থলের চরিত্র। তার আশপাশে কোনও গিরিখাত, পাহাড় ও টিলা রয়েছে কি না, তা অনেক আগে থেকেই দেখে নেওয়া যাবে।