Home Miscellaneous থ্যালাসেমিয়া শিশুদের জন্য নয়া প্রকল্প

থ্যালাসেমিয়া শিশুদের জন্য নয়া প্রকল্প

25
0
thalassemia
thalassemia

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ এবার থ্যালাসেমিয়া শিশুদের আয়ু বাড়াতে নয়া প্রকল্প মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর , প্রকল্প চালু হবে রাজ্যের ৪ ব্লাড ব্যাঙ্কে। রাজ্যে কয়েকটি ক্ষেত্রে থ্যালাসেমিয়া শিশুদের সংখ্যা প্রায় ১৪ হাজার।বেসরকারি ভাবে এই হিসাব ২০হাজারের কাছাকাছি । লোহিত রক্তকণিকা ধ্বংস হতে থাকা এবং শারীরের অভ্যন্তরীন অঙ্গপ্রতঙ্গ সহ একাধিক সমস্যার জন্য আয়ু ২৪-২৫এর বেশি হয় না। মাসে একবার রক্ত দিতেই হয় এদের বেশির ভাগ অংশের।এক্ষেত্রে বলা হয়েছে , এদের রক্তের চাহিদা যাতে কমে , ২ বার রক্ত দেওয়ার অন্তরবর্তী কালীন সময় যাতে বাড়ে এবং এদের গড় আয়ুও যাতে বাড়ে,সেটাই লক্ষ্য।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নয়া প্রকল্প। স্টেস্ট ব্লাড সেল এবং রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের যৌথ উদ্যোগে এটি তৈরি হতে চলেছে ৪ সরকারি ব্লাড ব্যাঙ্কে। নয়া পদ্ধতির নাম ফেনোটাইপ ম্যাচিং। এর ফলে উপকৃত হবে প্রায় ২০ হাজার থ্যালাসেমিয়া শিশু,এমনটাই জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here