কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত বিশিষ্ট কবি প্রণবকুমার মুখোপাধ্যায় (৮৩)। পঞ্চাশের দশকের কবিদের মধ্যে বিশেষ পরিচিত ছিলেন এই কবি। ব্যক্তিগত জীবনে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পিসতুতো ভাই তিনি। নীরেন্দ্রনাথের মতোই ছন্দে নিখুঁত ছিলেন লেখায়। কিডনির অসুখে ভুগছিলেন। যোধপুর পার্কের বাড়িতে তাঁর মৃত্যু হয়। ১৫ বছর বয়সে লেখা শুরু করেছিলেন। কৃত্তিবাস পত্রিকার সঙ্গে জড়িয়েছিলেন। ২০১৫ সালে শেষ গ্রন্থ “কেমন রয়েছে এই পৃথিবী” প্রকাশিত হয়। অভিনব পত্রিকার সম্পাদকমণ্ডলীতেও ছিলেন প্রণববাবু। অসংখ্য কবিতা ও গদ্যের পাশাপাশি গান নিয়ে তাঁর অসংখ্য লেখা জনপ্রিয় হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এক সময় দেবব্রত বিশ্বাসের কাছে গানও শিখতেন। দেশ পত্রিকায় সঙ্গীত সমালোচক হিসেবে তাঁর অনেক লেখা সুনাম অর্জন করেছে।