Home Miscellaneous মাঠের পর মাঠ ফুলগাছ নষ্ট হয়ে গিয়েছে আম্ফান দাপটে

মাঠের পর মাঠ ফুলগাছ নষ্ট হয়ে গিয়েছে আম্ফান দাপটে

39
0
Amphan Flower
Amphan Flower

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল ফুলচাষ। এবার সমস্যা বেড়েছে আম্ফান ঘূর্ণিঝড়ের পর। সূত্রের খবর, মাঠের পর মাঠ ফুলগাছ নষ্ট হয়ে গিয়েছে আম্ফান দাপটে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ফুলের চাষ হয়। এক্ষেত্রে জেলা উদ্যানপাল দপ্তরের হিসেব অনুযায়ী জানা গিয়েছে, সারাবছর জেলার ৯ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয়। জেলার একটা বড় অংশের মানুষের আয় নির্ভর করে ফুল চাষে। উৎপাদিত ফুল রাজ্যের বিভিন্ন এলাকা ছাড়াও ভিন রাজ্যে রপ্তানিও করা হয়। করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে বাইরে ফুল পাঠানো বন্ধ ছিল। এই অবস্থায় গত কয়েক মাস ধরে ক্ষতির মুখে পড়েছেন জেলার ফুলচাষিরা। আম্ফান দাপটের পর ক্ষতির বহর আরও বেড়ে গিয়েছে। উল্লেখ্য, এই সময় অন্য ফুলের চাষ না হলেও গাঁদা, বেল, জুঁই ও রজনীগন্ধার চাষে প্রচুর ক্ষতির আশঙ্কা করছেন ফুলচাষিরা। গাঁদা ফুলের প্রচুর ক্ষতি হয়েছে ঝড়-বৃষ্টির দাপটে। সারা রাজ্য ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ নায়েক জানান, ঝড়ের দাপটে মাঠের ফুলচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিকে লকডাউন পর্বে অন্যদিকে আম্ফান ঝড় ফুলচাষিদের মেরুদন্ড ভেঙে দিয়েছে। আমরা অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here