Partha Chattopadhyay-4Miscellaneous 

১৩ জুন উপাচার্যদের নিয়ে মুখোমুখি বৈঠক শিক্ষামন্ত্রীর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১৩ জুন উপাচার্যদের নিয়ে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এবার অনলাইনে নয়, মুখোমুখি হবে বৈঠক। আলোচ্যসূচি না জানানো হলেও পরীক্ষা, কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা ও প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, ওই বৈঠকে রেজিস্ট্রার সহ-উপাচার্যদেরও থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রায় সব বিশ্ববিদ্যালয়ই একটা সিদ্ধান্তে আসতে সক্ষম হয়েছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম কলকাতা বিশ্ববিদ্যালয়। আবার কমার্সের স্নাতকোত্তরের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক ছিল। ওই বৈঠকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ নেই বলে শিক্ষকরা মত প্রকাশ করেছেন। জানা যায়, বিকল্প ব্যবস্থা হিসেবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং আগের সেমেস্টারের নম্বর গড় করে দেওয়ার বিষয়টি আপাতত ঠিক করা হয়েছে।

Related posts

Leave a Comment