factory 2Miscellaneous 

সুরক্ষাবিধি মেনে কন্টেনমেন্ট জোনেও কারখানা খোলার আর্জি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় দফার লকডাউন ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণার পর কন্টেনমেন্ট জোনেও কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য চালানের অনুমতি পেতে সওয়াল করল দেশের সবচেয়ে বড় বণিকসভা সিআইআই।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো ‘স্ট্রাটেজি নোট অন রিজাম্পশন অফ ইকোনোমিক অ্যাক্টিভিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, কোনও জেলাকে লকডাউন ঘোষণা করার সময় ওই জেলার অর্থনৈতিক ও ব্যবসায়িক গুরুত্ব বিবেচনা করা উচিত। সর্বোচ্চ সুরক্ষাবিধি মেনে কন্টেনমেন্ট জোনের মধ্যে হলেও কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য শুরু করতে দেওয়া উচিত।

আবার বণিকসভার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া আটকাতে লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন ছিল। এতে করোনা মহামারীর বিস্তার অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি দেশের স্বাস্থ্য পরিকাঠামোর শক্তি বাড়ানোরও সময় পাওয়া গিয়েছে।

তবে লকডাউনের ফলে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান এখন অস্তিত্ব সঙ্কটে রয়েছে। উল্লেখ্য, লকডাউন পরিস্থিতির জেরে দেশের অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। সিআইআই-এর সমীক্ষায় অংশ নেওয়া দেশের ৩০০ সংস্থার সিইও-র মধ্যে ৪৫ শতাংশই মনে করেন, লকডাউন পরিস্থিতিতে আটকে পড়া অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে লকডাউন উঠে যাওয়ার পর ১ বছরেরও বেশি সময় লাগবে।

Related posts

Leave a Comment