কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের আশঙ্কা, ভারতের অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক কাজ করেন তাঁদের মধ্যে প্রায় ৪০ কোটি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে যেতে পারে। গোটা বিশ্বে সাড়ে ৯ কোটি চাকরি চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যা গোটা পৃথিবীর মোট কাজের ৬.৭ শতাংশ। আবার সারা বিশ্বে প্রায় ২০০ কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত। তাঁরাই সবচেয়ে বিপদের মধ্যে পড়বেন বলে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন-এর রিপোর্টে জানানো হয়েছে।
আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও) রিপোর্টে আরও উল্লেখ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী সবথেকে ভয়াবহ বিশ্ব সঙ্কট। পাশাপাশি আইএলও-র ডিরেক্টর জেনারেল গাই রাইডার জানিয়েছেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে শ্রমিক ও ব্যবসা বিরাট দুর্যোগের মুখোমুখি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে। সঠিক ও জরুরিভিত্তিতে ব্যবস্থা নিলে তবেই বাঁচা ও মরার মধ্যে পার্থক্য নির্ণয় করা সম্ভব হবে।