কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শহরাঞ্চলে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩১ শতাংশ। বিপর্যস্ত পরিস্থিতির জেরে ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন ঘোষিত। ব্যবসায়িক সব প্রতিষ্ঠান বন্ধ। এই পরিস্থিতিতে দেশে বেকারত্বের হার ২০ শতাংশের বেশি বাড়তে পারে বলে জানাল মুম্বাইয়ের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমি (সিএমআইই)। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল মাসের প্রথমদিকে দেশের শহরতলিতে বেকারত্বের হার ৩০.৯৩ শতাংশ হয়েছে। দেশের পরিবারগুলির আয়, ব্যয় ও আমানতের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত জানিয়েছে সিএমআইই।
ওই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, মার্চের তুলনায় সাম্প্রতিক বেকারত্বের হার ৩ গুণের বেশি বৃদ্ধি পেয়ে ২৩.৪ শতাংশ হয়েছে। মার্চের মাঝামাঝি এই হার ছিল ৬.৭ শতাংশ। আবার ১৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত তা বেড়ে হয় ৮.৪ শতাংশ। উল্লেখ্য, এবছরের জানুয়ারি মাস থেকেই ভারতে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছিলো। বিপর্যস্ত পরিস্থিতিতে তা অনেকটাই বেড়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে ৭.৮ শতাংশ ছিল বেকারত্বের হার। মার্চে তা ৮.৭ শতাংশ বেড়েছে, জানিয়েছে সিএমআইই সংস্থা।
অন্যদিকে, দেশে বেকারত্বের হার নিয়ে একটি খসড়া হিসাব তুলে ধরেছেন ভারতের প্রাক্তন মুখ্য পরিসংখ্যানবিদ প্রণব সেন। তাঁর বক্তব্য, কেন্দ্রের ঘোষিত লকডাউনের ২ সপ্তাহে প্রায় ৫ কোটি মানুষ কর্মসংস্থান হারাতে পারেন।