Home Miscellaneous নতুন দিশার দাওয়াই দিলেন অর্থনীতিবিদ

নতুন দিশার দাওয়াই দিলেন অর্থনীতিবিদ

53
0
abijit binayak
abijit binayak

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই বিপর্যস্ত পরিস্থিতিতে নতুন দিশার দাওয়াই দিলেন। এক্ষেত্রে তাঁর স্পষ্ট বক্তব্য, “এখন মূল্যবৃদ্ধির হার নিয়ে মাথা ঘামানোর সময় নয়। ক্রেডিট রেটিং কমে যাওয়ার সম্ভাবনা নিয়েও নয়। এই পরিস্থিতিতে ঘরবন্দি দেশে অর্থনীতির চাকা পুরোপুরি বসে যাওয়া রুখতে প্রয়োজনে টাকা ছাপিয়ে দরিদ্রদের অ্যাকাউন্টে পাঠানো হোক।” উল্লেখ্য, দেশের অর্থনীতি এই বিপর্যয়ের আগেও মন্দা ছিল। এখন অধিকাংশ ছোটবড় কল-কারখানা, চাকরিক্ষেত্র, এমনকী চাষবাসও গোটা দেশে বন্ধ। জোগানে টান পড়ার পাশাপাশি কাজ না থাকায় বহু মানুষের আয়েও টান পড়েছে।

সামগ্রিক এই পরিস্থিতিতে বণিকসভা ফিকি ও আইসিসি আয়োজিত এক ভিডিও বৈঠকে এই পরামর্শ দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। এই সংক্রান্ত বিষয়ে তাঁর আরও মন্তব্য, “অর্থনীতিই যদি ভেঙে পড়ে, তাহলে এনিয়ে ভেবে লাভ কী ? আগে যেকোনও মূল্যে অর্থনীতিকে বাঁচানো জরুরি। বাকি সব হিসেবে পরে।” অন্যদিকে অভিজিৎ-পত্নী নোবেল জয়ী এস্থার দুফলো জানিয়েছেন, ভারতে যখন জনধন অ্যাকাউন্টের মতো পরিকাঠামো রয়েছে, তা কাজে লাগানো জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here