কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টেস্ট শুরু হল। স্থানীয় সূত্রের খবর, সংগৃহীত লালারস কলকাতায় পাঠানো হত। এবার নদিয়া জেলাতেই এই পরিষেবা পাওয়া যাবে। দ্রুত পরীক্ষার রিপোর্টও জানা যাবে। উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকরা আসার পর অন্যান্য জেলার মতো নদিয়াতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতি জেলাতেই কোভিড টেস্ট ল্যাবরেটরি চালু করার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। নদিয়া জেলাতেও সেই পরিকল্পনা গ্রহণ করে জেলা স্বাস্থ্য দপ্তর। আইসিএমআর ও রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে অনুমোদনও পাওয়া গিয়েছে। কল্যাণী জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতালেই ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সাহায্য করেছে বলে জানা যায়। এই পরিপ্রেক্ষিতে ল্যাব টেকনিশিয়ানও নিয়োগ করা হয়েছে। টেস্টও শুরু হল। ৩০ জনের লালারস পরীক্ষা করা হয়েছে।