কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অনলাইন শিক্ষার ক্ষেত্রে বেড়েছে সমস্যা। বাড়িতে পড়া দেখিয়ে দেবে কে, তা নিয়ে উঠছে প্রশ্ন। লকডাউন পরিস্থিতিতে করোনা সতর্কতায় স্কুল বন্ধ। তা অতিক্রম করেছে প্রায় ২ মাসের কাছাকাছি। পড়ুয়াদের পড়াশুনাও কার্যত স্তব্ধ। তবে লকডাউনের মধ্যে পড়াশুনোর জন্য সরকার ওয়েবসাইটে ই-মেটেরিয়াল দিচ্ছে।
এক্ষেত্রে ছেলে-মেয়েদের কীভাবে পড়াবেন তা নিয়ে ঘুম উবে গিয়েছে অনেক অভিভাবকদের। আবার উঁচু ক্লাসের দুটি খবরের চ্যানেলে ক্লাস চলছে। সেই ক্লাস পরে সরকারি বাংলা শিক্ষা পোর্টালে আপলোডও করা হচ্ছে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সেই ব্যবস্থা এখন নেই। খুদে পড়ুয়ারা বর্তমান পরিস্থিতিতে পড়াশুনোর চর্চার বাইরে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, মোবাইলে পড়াশুনোর জন্য যেসব জিনিস দেওয়া হচ্ছে, সেগুলো বইয়ে খুঁজে দেওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক অভিভাবকের কাছে। সবমিলিয়ে সমস্যা বেড়েছে। শহরের একটা বড় অংশের শিক্ষকরাও এবিষয়ে একমত।