ঋণ বাড়িয়ে অর্থনীতি বাঁচাতে মরিয়া কেন্দ্র
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ঋণ বাড়িয়ে অর্থনীতি বাঁচাতে সচেষ্ট হল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ভারতীয় অর্থনীতিকে বাঁচাতে বাজেট বরাদ্দের অতিরিক্ত ৪.২ লক্ষ কোটি টাকা ধার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক চলতি অর্থবর্ষে মোট ধারের লক্ষ্যমাত্রা ৭.৮ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ কোটি টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।
জানা গিয়েছে, সরকার ওই টাকা বিপর্যস্ত পরিস্থিতিতে দেশের গরিব মানুষের দুর্দশা দূর করতে এবং অর্থনীতিকে সচল করতে ব্যবহার করবে। পাশাপাশি আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ ইনভেস্টর সার্ভিস সূত্রে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিকে, ব্রিটিশ সংস্থা বার্কলেজ চলতি অর্থবছরে ভারতীয় অর্থনীতির কোনও বৃদ্ধি হবে না বলে জানিয়েছিল।