কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পঙ্গপাল রুখতে আসছে স্প্রেয়ার। সূত্রের খবর, পঙ্গপাল রোখার জন্য আগামী দু-সপ্তাহের মধ্যে ব্রিটেনের কাছ থেকে ১৫টি স্প্রেয়ার কিনছে কেন্দ্রীয় সরকার। কৃষি মন্ত্রক সূত্রের খবর, ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে কীটনাশক স্প্রে করা হবে। পাকিস্তানের বালুচিস্তান হয়ে ভারতে প্রবেশ করেছে পঙ্গপালবাহিনী।
অন্যদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর এই সংক্রান্ত বিষয়ে জানান, প্রতিটি রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে শস্য বাঁচানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে। তবে নতুন করে পঙ্গপালের ঝাঁকের দেশে প্রবেশের কোনও খবর নেই।
সূত্রের আরও খবর, রাজস্থানের বারমের, জোধপুর, বিকানের, উত্তরপ্রদেশের ঝাঁসি, মধ্যপ্রদেশের রেওয়া, মোরেনা, বেতুল, খাণ্ডওয়া, মহারাষ্ট্রের নাগপুর ও অমরাবতীতে পঙ্গপালের হামলা চলছে। অন্যদিকে পঙ্গপালের হানা নিয়ে ট্যুইট করেছিলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।