রপ্তানির লক্ষ্যেই সবংয়ে জৈব পদ্ধতিতে পান চাষে উৎসাহ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ইংল্যান্ডের হারানো বাজার ধরাটাই লক্ষ্য। সবংয়ে জৈব পদ্ধতিতে পান চাষে উৎসাহ বেড়েছে। স্থানীয় সূত্রের খবর, সবং থেকে বড় অংশের পান রপ্তানি করা হত ইংল্যান্ডে। এখন তা বন্ধ হয়ে গিয়েছে। ‘সালমোনেলা’ নামে এক ধরনের ব্যাক্টেরিয়ার প্রকোপ বেড়ে যায় পানে। তার জেরে সবংয়ের পান ব্যবসা ধাক্কা খায়। সবং-সহ রাজ্যের পান নেওয়া বন্ধ করে দিয়েছে ইংল্যান্ড।
স্থানীয় সূত্রের আরও খবর, হারিয়ে যাওয়া বাজার ফিরে পেতে এবার মরিয়া কৃষকরা। সবংয়ের কৃষকরা জৈব পদ্ধতিতে পান চাষের উদ্যোগ গ্রহণ করছে। ব্লক কৃষি দপ্তরও কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। জানা গিয়েছে, এই বিষয় নিয়ে একটি সোসাইটি গঠন করেছে সবংয়ের পান কৃষকরা। অল ইন্ডিয়া এক্সপোর্ট কোয়ালিটি বেটল লিফ ফার্মার্স ডেভেলপমেন্ট সোসাইটি নামে ওই সোসাইটিতে প্রাথমিক পর্যায়ে ২০ জন কৃষক নাম নথিভুক্ত করেছেন।
ব্লক কৃষি দপ্তর সূত্রের খবর, ‘সালমোনেলা’ ব্যাক্টেরিয়ার কারণে ইংল্যান্ড পান নেওয়া বন্ধ করেছে। এই ঘটনার পর কয়েকজন কৃষককে জৈব পদ্ধতিতে পান চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কেঁচোসার-সহ বিভিন্ন উপকরণ দিয়ে কৃষকদের সাহায্য করা হবে। এই এলাকায় পান চাষের গুণগতমান আরও ভাল করাই আমাদের লক্ষ্য। ব্লক কৃষি দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, আবার ইংল্যান্ডের বাজার ধরার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই বাজার ফিরে পেলে এলাকার পান কৃষকরা উপকৃত হবেন।
পাশাপাশি এই এলাকার আরও অনেক পান চাষি এই পদ্ধতি মেনে চাষে উৎসাহী হবেন। একসময় সবং থেকে এক্সপোর্টারদের হাত ধরে কলকাতার এয়ারপোর্ট হয়ে ইংল্যান্ডে পাড়ি দিয়েছে সবংয়ের পান। উল্লেখ করা যায়, গত ২০১৬ সাল নাগাদ সবংয়ের পানে ‘সালমোনেলা’ ব্যাক্টেরিয়া ধরা পড়ে। এরপর থেকে ইংল্যান্ড এই পান নেওয়া বন্ধ করে দেয়। এখন অবশ্য সৌদি আরব ও মালয়েশিয়াতে পান রপ্তানি করা হচ্ছে। সেই বন্ধ দরজা খুলতেই পান চাষে উৎসাহ দেওয়া হচ্ছে সবংয়ে।

