কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন রিয়াজ শেখ (৫১)। সূত্রের খবর, পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটের এই প্রাক্তন খেলোয়াড়ের গত মঙ্গলবার সকালে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোন ভাইরাস সংক্রমণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। প্রসঙ্গত, রিয়াজ একজন লেগ-স্পিনার হিসেবে ৪৩টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৬টি উইকেট নিয়েছিলেন। তিনি এই নিয়ে পাকিস্তান ক্রিকেটের দ্বিতীয় খেলোয়াড়, যিনি করোনা সংক্রমণের জেরে মারা গেলেন। উল্লেখ্য, তাঁর আগে গত এপ্রিল মাসে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটের জাফর সরফরাজ (৫০) করোনা সংক্রমণের কারণে মারা যান।