কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অক্সফোর্ডের করোনা প্রতিষেধকের ইতিবাচক ফল পাওয়া গেল বাঁদরের শরীরে। রীতিমতো আশাবাদী গবেষকেরা। সূত্রের খবর, প্রতিষেধক তৈরির কাজে গুরুত্বপূর্ণ বাধা সরালেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক- বিজ্ঞানীরা। জানা গিয়েছে, মানব শরীরে এই প্রতিষেধকের পরীক্ষা শুরু হয়েছে। আবার প্রাণীদেহে পরীক্ষার যে প্রাথমিক ফল জানা গিয়েছে, তাতে আশার আলো। ৬টি বাঁদরকে করোনা সংক্রামিত করা হয়েছিল। প্রাথমিকভাবে লক্ষ্য করা গিয়েছে, বাঁদরের ফুসফুসের ক্ষতি আটকাতে সক্ষম হয়েছে প্রতিষেধক। তা কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। উল্লেখ্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের তৈরি এই প্রতিষেধক হাজারের বেশি স্বেচ্ছাসেবকের দেহে প্রয়োগ করা হয়। মানব শরীরে প্রতিষেধকের ফল নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার মধ্যে প্রাণীদেহে পরীক্ষার যে ফল পাওয়া গেল, তাতে সন্তোষ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই সংক্রান্ত বিষয়ে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্টিফেন ইভান্স জানিয়েছেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল, করোনার গুরুতর সংক্রমণ সত্ত্বেও বাঁদরগুলি নিউমোনিয়ায় আক্রান্ত হয়নি। পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও প্রমাণও পাওয়া যায়নি।