কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অশ্বারোহী বাহিনী তুলে দিতে চলেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, এবার ভারতীয় সেনার শেষ অশ্বারোহী বাহিনী তুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ঐতিহ্যবাহী ৬১ ক্যাভালরিতে ঘোড়ার বদলে যুক্ত হতে চলেছে সাঁজোয়া ট্যাঙ্ক। দেশে শুধুমাত্র রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবেই এই অশ্বারোহী বাহিনী থাকবে। কমিটির সুপারিশ মেনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের আরও খবর, এরপর ওই ঘোড়াগুলিকে পোলো ও রাইডিং ক্লাবে কাজে লাগানো হবে। আবার অশ্বারোহণ প্রশিক্ষণেও ঘোড়াগুলি কাজে লাগবে। জানা যায়, বিভিন্ন রাজ্যের অশ্বারোহী বাহিনীগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে ১৯৫৪ সালে তৈরি হয়েছিল এই হর্স ক্যাভালরি রেজিমেন্ট। সেনা সূত্রে জানানো হয়েছে, ওই অশ্বারোহী বাহিনীকে সাঁজোয়া বাহিনীতে পরিণত করার কাজ শুরু হয়েছে।