কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মোবাইল থেকেও সংক্রমণের আশঙ্কা। এইমসের ডাক্তাররা মোবাইল থেকে হাসপাতাল, নার্সিংহোম ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে করোনার সংক্রমণ ঘটতে পারে- এমন আশঙ্কার কথা শুনিয়েছেন। সেজন্য মাস্ক, স্যানিটাইজার, সাবান দিয়ে হাত ধোয়ার মতোই কাজের জায়গায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, বিএমজে গ্লোবাল হেলথ জার্নালে এই সংক্রান্ত একটি নিবন্ধ বের হয়। তাতে রায়পুর এইমসের কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোবাইল থেকে সংক্রমণের বিরাট ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, ডিউটিতে কর্তব্যরত অবস্থায় কোনও ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী প্রয়োজন পড়লেই মোবাইল ব্যবহার করেন। করোনা বা এই ধরনের ছোঁয়াচে রোগের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু) ও সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর পক্ষ থেকে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। তাতে মোবাইল ব্যবহার সংক্রান্ত কোনও নির্দেশিকা নেই। আবার বর্তমান সময়ে মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এক্ষেত্রে বলা হয়েছে, হাসপাতাল, নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে, রোগী বা তাঁর পরিবারকে পরামর্শ দিতে, আবার কোনও গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারনেটে খতিয়ে দেখতে মোবাইলই অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সমস্যা হচ্ছে, মাস্ক, হেডক্যাপ, চশমা বা গগলসের মতো মোবাইল জলে ধোয়া যায় না। একবার ব্যবহারের পর তা ফেলেও দেওয়া যায় না। সেই কারণে মোবাইল থেকে সংক্রমণের ব্যাপক সম্ভাবনা থেকে যায়। ওই জার্নালে আরও বলা হয়েছে, হাসপাতাল, নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্রে মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে মোবাইল স্যানিটাইজ করা হয়।