কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মহিলাদের ক্রীড়াক্ষেত্রে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে টপকে ১ বছরের উপার্জনে সর্বকালীন রেকর্ড গড়লেন এশিয়ার টেনিস তারকা নেওমি ওসাকা। বিশ্বের ১০ নম্বর তারকা জাপানের ওসাকা গ্র্যান্ডস্লাম জিতেছেন মাত্র ২টি। তা সত্বেও ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক সেরিনা উইলিমাসকে টপকে গেলেন। ২২ বছর বয়সী ওসাকা ১ বছরে পুরস্কার মূল্য ও বিজ্ঞাপন বাবদ আয় করেছেন প্রায় ২৮৪ কোটি টাকা। এতো বিপুল অর্থ এর আগে ১ বছরে কোনও মেয়ে আয় করে পারেননি।