কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ১৫ বছর বয়সী “বাইসাইকেল গার্ল” জ্যোতি কুমারী সংবাদ শিরোনামে। ওই কন্যার সাহস ও লড়াকু মানসিকতায় মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কাও। সূত্রের খবর, অসুস্থ বাবাকে সাইকেলের পিছনে বসিয়ে ওই কন্যা জ্যোতি গুরুগ্রাম থেকে ১৩০০ কিমি পাড়ি দিয়ে ফিরে এসেছেন নিজ রাজ্য বিহারে। ওই দীর্ঘ পথ পাড়ি দিতে জ্যোতি কুমারীর সময় লাগে ৭ দিন। এই ঘটনায় সর্বত্র আলোড়ন। ছোট্ট এই কন্যার সাহসিকতায় অভিভূত ইভাঙ্কা। টুইট করে তিনি জানিয়েছেন, ১৫ বছরের জ্যোতি তাঁর বাবাকে সাইকেলে বসিয়ে ফিরে এসেছে নিজের গ্রামে। ১২০০ কিমিরও বেশি পথ সে পার হয়েছে ৭ দিনে। ভারতের মানুষের এই ভালবাসার ছবিটা অসাধারণভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ ভারতীয় সাইক্লিং সংস্থাকেও।