Home Miscellaneous পুরীর রথযাত্রা বাতিলের পর সংশয় বেড়েছে দুর্গাপুজোর আয়োজকদেরও

পুরীর রথযাত্রা বাতিলের পর সংশয় বেড়েছে দুর্গাপুজোর আয়োজকদেরও

25
0
durga making
durga making

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শীর্ষ আদালতের নির্দেশে পুরীর জগন্নাথদেবের রথযাত্রা বাতিল। এই রায়ের পর উৎকণ্ঠা বেড়েছে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আয়োজকদের মনে। সূত্রের খবর, কলকাতা ও তদসংলগ্ল জেলাগুলোর দূর্গাপুজো নিয়ে প্রতি বছরই প্রতিযোগিতা চলে। করোনার আবহে এবার আয়োজক ও ক্লাবকর্তাদের অনেকেরই আশঙ্কা বেড়েছে দুর্গাপুজো হওয়া নিয়ে। পুরীর রথের মতো অবস্থা হবে না তো শারদ উৎসবের, এ নিয়েই জল্পনা বিভিন্নমহলে।

ভক্তদের ভিড়ে লাগামটানা মুশকিল হবে বুঝেই সুপ্রিমকোর্ট এবছর পুরীর রথযাত্রার অনুমতি দেয় নি। সূত্রের আরও খবর, করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবার দুর্গাপুজোর জৌলুস অনেকটাই কমবে এমনটা ধরেই নিয়েছেন পুজোর আয়োজকরা। ওড়িশার সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে পুরীর রথযাত্রা বাতিল হওয়ায় এ রাজ্যের দুর্গাপুজো নিয়েও সংশয় বেড়েছে নামী-দামি পুজোর উদ্যোক্তাদের মধ্যেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here